রাজ্য

ফ্যাশন ডিজাইনার থেকে যোগ্য অনুযায়ী বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল।

সারা বিশ্বে বাড়ছে করোনা থাবা। রেহাই নেই ভারতে। করোনা যুদ্ধে সারা দেশে লকডাউনের পরিবেশ। আর এই কঠিন সঙ্কটে  জীবনের ঝুঁকি উপেক্ষা করে কখনো আইনশৃঙ্খলা বজায় রাখতে আবার কখনো মানুষের মনোবল বাড়াতে বড় ভূমিকা নিয়েছে পুলিশ প্রশাসন। অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে কিংবা  সচেতনার বার্তায় তাঁদের কণ্ঠে উঠে এসেছে ঐক্যতার গান।এত কিছুর মধ্যেও অনলাইনে প্রকাশিত হলো রাজ্য বিজেপির নতুন কমিটি।বিজেপি বারবার চেষ্টা করছে যোগ্য মানুষকে যোগ্য সম্মানের জায়গায় বসাতে। তাই খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকার বিরোধী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অগ্নিমিত্রা পল। সেই কারণেই কি তাঁর উপর রাগ গিয়ে পড়ল তৃণমূল সুপ্রিমোর? প্রশ্ন তুলেছেন ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সম্প্রতি আলিপুর সংশোধনাগারে তাঁর ওয়ার্কশপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর তার জেরেই সুর চড়িয়েছেন অগ্নিমিত্রা।সেই থেকে বিজেপির নেত্রী হওয়ার রাস্তা অগ্নিমিত্রা কাছে পরিষ্কার হয়ে গেছিল।রাজ্যে বড় ধরনের পালাবদল হল রাজ্য বিজেপির সভাপতি থাকলেন দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় কে সরিয়ে রাজ্যের মহিলা মোর্চার সভাপতি হলেন অগ্নিমিত্রা পল।অনলাইনে দলের নবগঠিত রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্য়ে করোনার আবহে এই ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, মার্চেই বিজেপির নতুন কমিটি গঠনের কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই প্রক্রিয়া হতে দেরি হয়।  অবশেষে এদিন সেই কাজ সম্পন্ন করা হল। মূলত, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপিতে এই পদ পরিবর্তন।ঘোষণা অনুযায়ী, বিজেপির নতুন রাজ্য কমিটিতে ১২ জন সহ-সভাপতি হয়েছেন।  কমিটিতে আছেন ৫ সাধারণ সম্পাদক ও ১০ সম্পাদক। পাশাপাশি তৃণমূলের নেতাদেরও গেরুয়া শিবিরে নাম লেখানোর পুরস্কার দেওয়া হয়েছে। বিজেপির বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের। 

নতুন রাজ্য কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ ড. সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী,জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ মিত্র, ঋতেশ তিওয়ারি, রাজকমল পাঠক, রাজু বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং, ভারতী ঘোষ, মাফুজা খাতুন, দীপেন প্রামাণিক। ৫ সাধারণ সম্পাদক হয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো, সায়ন্তন বসু, সঞ্জয় সিং ও রথীন বসু। এছাড়াও দলের রাজ্য কমিটিতে রয়েছেন আরও ১০ সম্পাদক। এরা হলেন তুষার মুখোপাধ্যায়, দীপাঞ্জন গুহ, তুষার ঘোষ, বিবেক সোনকার, শর্বরী মুখোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সংঘমিত্র চৌধুরি, অরুণ হালদার, তনুজা চক্রবর্তী, ফাল্গুনী পাত্র। যুব মোর্চায় দেবজিৎ সরকারের বদলে দায়িত্বে আনা হয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-কে।

Related Articles

Back to top button