বাংলার কলিংবেল আজ বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে।
সারা বিশ্বজুড়ে একটা ঘোর বিপত্তি, মানুষ যেন কোথাও একটা নিস্তেজ ও হতাশ সম্মুখে দাঁড়িয়ে আছে। এসব যন্ত্রণায় কাতরাচ্ছে বিশ্বজুড়ে। তেমনই পরিস্থিতিতে বিশ্বের চলছে মহামারী।আর এই মহামারীর মধ্যে বাংলার শিল্পকলা চলচ্চিত্র জগতের টেলিছবি সঞ্জয় মুখার্জি অভিনীত কলিংবেল ফিল্ম টি লন্ডন ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে। এই বাংলায় গুণগত ছবির মূল্য না দিলেও বিদেশ থেকে কলিংবেল ছবিটির মূল্য দিতে চলেছে। বাংলার সত্যজিৎ যেমন চলচ্চিত্র শিল্পের বিদেশের স্বনামধন্য হয়ে উঠেছিল। সেই রকম বাংলার আর এক মহানপুরুষ শ্রমিক বসু পরিচালিত কলিংবেল বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে। লন্ডনের মতন একটি স্থানে আজ কলিংবেল টিপে বাংলার মুখ উজ্জ্বল করলো।বাংলার বিশিষ্ট ব্যক্তিরা ভাবতে পারিনি যে কলিংবেল এভাবেই বিদেশের মনকে জয় করে নেবে সঞ্জয় মুখার্জী চরিত্রটাকে। এই ছবি প্রডিউসার ছিলেন নীলাঞ্জন দাশগুপ্ত,BLUE EYE MEDIA INC, কাস্টিংয়ে ছিলেন, সঞ্জয় মুখার্জী ও অনিন্দিতা ভট্টাচার্য, রবিন কর্মকার, সঞ্জু বর্ধন চৌধুরী ও সহ অন্যান্যরা। পরিচালক , কোরিওগ্রাফি হিসেবে ছিলেন মেহেবুব চৌধুরী। সমস্ত ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পরিচালক ও সম্পাদনায় হিসেবে ছিলেন অভিজিৎ পদ্মার।তবে অভিনেতা সঞ্জয় মুখার্জী এই ছবি নিয়ে বিদেশী পুরস্কারপ্রাপ্ত হবেন বলে আশাবাদী তিনি।