ফুল ও পানচাষিদের স্মারকলিপি পেশ
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর:সরকারি নজরদারিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফুল ও পানবাজারগুলি চালু, বাজারগুলিতে বিনামূল্যে মাস্ক-সাবান ইত্যাদি জিনিস সরবরাহ, পরিবহনের জন্য দীঘা ও হাওড়া রুটে ট্রেন এবং অন্যান্য নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালু, ফুল ও পানচাষী পরিবারগুলিকে আর্থিক সাহায্য প্রদান, ন্যায্যমূল্যে ফুল ও পানবিক্রির বন্দোবস্ত সহ ৬ দফা দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি এবং পানচাষী সমন্বয় সমিতির পক্ষ থেকে হর্টিকালচার দপ্তরের ডেপুটি ডিরেক্টরের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
ফুলচাষী সমিতির পক্ষে নারায়ণ চন্দ্র নায়ক ও পানচাষী সমিতির পক্ষে বিবেক রায় বলেন, নির্দিষ্ট নিয়ম মেনে ফুল ও পানবাজারগুলি চালুর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও পরিবহন সমস্যার জন্য এখনও সববাজারগুলি চালু করা যায়নি। সেজন্য আমরা আজ উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা মানস রঞ্জন ভট্টাচার্যকে স্মারকলিপি দিয়ে চাষীদের উপরোক্ত দাবি তুলে ধরেছি। আশা করি উনি এ ব্যাপারে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।