জেলা

খাদ্যদ্রব্য তুলে দিলেন পুলিস প্রসাসন দূরগাচক্ দু:স্থ মানুষের হাতে।

হলদিয়া :::লকডাউনের জেরে অর্ধাহার আর অনাহার গ্রাস করেছে সমাজের খেটে খাওয়া মানুষগুলোকে।হলদিয়া দূরগাচক্ পুলিশ স্টেশন স্টেশন চত্তরে অসহায় দু:স্থ মানুষদের মুখে খাদ্যদ্রব্য তুলে দিলেন পুলিস প্রসাসন । দুর্গাচক থানা এলাকায় বিভিন্ন গ্রামের দুস্থদের হাতে এক এক করে খাদ্যদ্রব্য তুলে দিলেন খাদ্য দ্রব্য মধ্যে ছিল চাল ডাল আলু তেল আটা এবং সোয়াবিন।এই খাদ্যদ্রব্য বিতরণ করলেন হলদিয়ার অ্যাডিশনাল এসপি ,হলদিয়ার এসডিপিও ও হলদিয়ার দুর্গাচক থানার ওসি এবং পুলিশ মহল ।

Related Articles

Back to top button