গ্রামের পাতায়
খাদ্যসামগ্রী বিতরণ করলো পানিপারুল নজরুল স্মৃতি সংঘ।
প্রদীপ কুমার মাইতি,এগরাঃ এগরা-২ ব্লকের পানিপারুলে অভাবী পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করলো পানিপারুল নজরুল স্মৃতি সংঘ।রবিবার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ- অসহায় মানুষদের খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংঘের সদস্যরা। সংঘের সম্পাদক চন্দন কুমার দাস ত্রাণ বিলির মুখ্য দায়িত্বে ছিলেন। চন্দন দাস বলেন, “আমরা ইতিমধ্যেই একশোটি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছি। সেইসঙ্গে পানিপারুলে আটকে পড়া মুর্শিদাবাদের শ্রমিকদেরও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তবে প্রতিদিনই দুঃস্থদের মধ্যে ত্রাণ বিলি করা হচ্ছে।” উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মনোরঞ্জন মন্ডল, আশুতোষ মন্ডল, বিদুৎ মন্ডল, রাজীব মন্ডল, হরিপদ গিরি, আশুতোষ মুন্ডা, রাজকুমার রাজ প্রমুখ।