ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বেহাল অবস্থা…তীব্র যানজটে নাজেহাল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম থেকে ঘাটাল যাওয়ার পথে কেশাপাট অঞ্চলের হাতিশাল এলাকার কাছে রাস্তার ওপর বিশাল আকার বড় গর্ত হওয়ার ফলে পথ চলার অযোগ্য হয়ে যায় যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ কয়েকবছর ধরে এমন বেহাল দশা হয়ে পড়ে রয়েছে এই রাস্তা। তাঁর ওপর কেশাপাটের হাতিশাল এলাকায় বড় গর্ত স্বরূপ ভগ্নদশা তাঁর পাশাপাশি রাস্তার পাশে সরকারি আটার খালি প্যাকেটের বস্তা রাস্তার ওপর পড়ে রয়েছে যাঁর ফলে আরও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাজের বা ব্যবসায়ীক সূত্রে বহু মানুষ এই পথ দিয়েই যাতায়াত করে। এটাই ঘাটাল যাওয়া বা ঘাটাল থেকে হাওড়া যাওয়ার মূল পথ। এমনকি কেশাপাটের পাশাপাশি অঞ্চল গুলির বহু মানুষকে চিকিৎসার ক্ষেত্রে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যেতে হয় এই রাস্তা দিয়েই। কিন্তু পথচলতি মানুষের অভিযোগ দীর্ঘ সাত আট বছর ধরে ঘাটাল পাঁশকুড়া রাস্তা এমনই বেহাল দশা, যা বাস লরি বা নানান যাত্রীবাহি গাড়ির যাতায়াতের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে, তাছাড়া ওই রাস্তায় বার বার বড় ধরনের দুর্ঘটনা ঘটা সত্ত্বেও টনক নড়েনি প্রশাসনের। নিত্যদিন এমন একই ছবি দেখা যায় ওই ব্যস্ততম জনবহুল রাস্তায়। পাশাপাশি এলাকার পথচলতি মানুষজন জানায় খুব নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ হওয়ার ফলে, বার বার রাস্তার পিচ উঠে বিশালাকার গর্তের সৃষ্টি হয়। আর তাঁর ফলেই দুরঘটনার সম্মুখীন হতে হয়ে গাড়ির চালকদের। এমনকি যাত্রীবাহি বাস চালকদেরও একই সুর শোনা গেল। তাঁরাও ক্ষোভ প্রকাশ করে বলে আমরা প্রতিনিয়ত এই সমস্যায় পড়ছি, বৃষ্টির জল জমা হয়ে যেন পুকুরে পরিণত হয়েছে, ভয়ে ভয়ে যাত্রীদের নিয়ে যেতে হয় এমন বেহাল রাস্তা দিয়ে। সেকারনে প্রতিটা মানুষের দাবি দ্রুত রাস্তা সম্প্রসারণ হোক না হলে আগামীদিনে আরও বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বার বার রাস্তা সম্প্রসারণ হলেও তবু এদিনের মতো একই চেহারা দেখা দেয়। যার ফলে পথচলতি মানুষ সহ যানবাহন তীব্র সমস্যার সম্মুখীন।