অন্ধ প্রতিবন্ধী জলবন্দী হয়ে দিনযাপন করছে
প্রদীপ কুমার মাইতি:দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের ঘোড়াঘাটা গ্রামের সম্পূর্ণ অন্ধ প্রতিবন্ধী গোকুল বারিক পরিবার-পরিজন কে নিয়ে যাতায়াতের রাস্তা র অভাবে জলবন্দী হয়ে দিনযাপন করছেন।বেঁচে থাকার রসদ জোগাড় করতে কোথাও হাঁটু জল,কোথাও কোমরজল পেরিয়ে ঘোড়াঘাটা বাজার সংলগ্ন বাজারে অাসতে হয়।অন্ধ গোকুল বারিকের সহধর্মিণী পূর্ণিমা বারিক,৮০ বছরের বৃদ্ধা মা ও ছোট দুটি পুত্র-কন্যা নিয়ে তাঁর সংসার। রিক্সার উপরে স্ত্রীর হাত ধরে ঘোড়াঘাটা হাইস্কুল বাজারে ফুচকা বিক্রয় করে তাঁর পরিবারবর্গের ভরনপোষণ চলত।গ্রাম্য পুকুর পাড় দিয়ে তার যাতায়াতের রাস্তা ছিল। প্রায় দুমাস অাগেপুকুর সংষ্কারের নামে পুকুর পাড় জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে ফেলা হয়।ফুচকা রিক্সাটিও গোকুল বারিক বের করতেও পারে নি।স্হানীয় পঞ্চায়েত বিকল্প রাস্তা দুমাসেও তৈরী না করে দেওয়ায় অন্ধ প্রতিবন্ধী গোকুল বারিকের পরিবার অথৈজলে ভাসছেন। ত্রিস্বর পঞ্চায়েত,বিডিও,মহকুমাশাসকের কাছে অাবেদন -নিবেদন করেও অাজ পর্যন্ত রাস্তার কোন সুরাহা হয় নি।এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন অামফান দুর্গত এলাকা পরিদর্শন কালে বিষয়টি নজরে আসে। মামুদ হোসেন স্হানীয় গ্রাম প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা ও বিডিও কে প্রতিবন্ধী গোকুল বারিকের যাতায়াতের রাস্তা র সমাধানের অনুরোধ জানিয়েছেন।