হরি ওঁ
কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।
বিবেকানন্দের বাণী
—————————-
” …….. আবার সেই ধ্বংসাবশেষ হইতে উত্থিত হইয়া নূতন জীবন লাভ করিয়া পূর্বেরই মতো অচল অটলভাবে বিরাজ করিতেছে । “……(৫/১৮৫–১৮৬)
স্বামী বিবেকানন্দ
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
কেনোপনিষদ
দ্বিতীয় খণ্ড
যস্যামতং তস্য মতং মতং যস্য ন বেদ সঃ ।
অবিজ্ঞানতাং বিজ্ঞাতমবিজানতাম্ ৷।
যিনি মনে করেন যে ব্রহ্ম তাঁর জ্ঞানের বিষয় হন না , তাহলে তিনি জেনেছেন এবং যাঁর এই ধারণা যে ব্রহ্মকে তিনি জেনেছেন, তিনি জানেন না , কারণ যাঁরা জ্ঞানের অভিমান পোষণ করেন তাঁদের পক্ষে সেই ব্রহ্মতত্ত্ব অজ্ঞাত এবং যাঁদের মধ্যে জ্ঞাতৃত্বের অভিমান নেই, তাঁদের সেই ব্রহ্মতত্ত্ব জ্ঞাত অর্থাৎ তাঁরা সেই ব্রহ্মতত্ত্বের অপরোক্ষ অনুভব লাভ করেছেন ।। (৩)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
কার্ত্তিক মাস ( দামোদর )
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২ কার্ত্তিক, ১৪২৭বঙ্গাব্দঃ ।
১৯ অক্টোবর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.৩৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.০৬ মিনিট ।
তৃতীয়া তিথি ।
বিশাখানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্য্যের জন্মতিথি ।
অসম.——- ঁ নিরঞ্জন দেব অধিকারী গোস্বামীর তিরোভাব তিথি ।
মণিপুর ……. মণিপুরাধিপতি ভক্ত রাজর্ষি ভাগ্যচন্দ্র সিংহের তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।