হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
করাগ্রে বসতে লক্ষ্মী
করমধ্যে সরস্বতী।
করমূলে তু গোবিন্দ
প্রভাতে কর দর্শনম।।
সমুদ্রে বসনে দেবী
পর্বতে স্তনমন্ডলে।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যং
পাদস্পর্শং ক্ষমসমে।।
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দু তাহার সকল চেতনা অনুরাগের গাঢ় উল্লাসে প্রেমাস্পদ ভগবানের প্রতি নিযুক্ত করে । ঐ সুন্দর অবস্থা লাভ করা সম্ভবপর তখনই যখন মানুষ ভগবানের জন্য গভীর অভাব বোধ করিতে থাকে । ” …… (১০/৪৬ )
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ ।
যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম্ ।। (০৫)
যজ্ঞ, দান, এবং তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিৎ নয়, বরং এই সকল কর্ম করাই উচিৎ । কারণ যজ্ঞ, দান ও তপস্যা—— এই তিনটিই বুদ্ধিমান পুরুষদের পবিত্র করে । (৫)
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
আষাঢ় মাস ( বামন )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৬ আষাঢ় , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১ জুলাই , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৪.৫৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৪ মিনিট ।
একাদশী তিথি ।
বিশাখানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রীজগন্নাথ দেবের পুনর্যাত্রা ।
চিকিৎসক দিবস ।
ভারতরত্ন ডাঃ বিধানচন্দ্র রায়ের আবির্ভাব ও তিরোভাব দিবস ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।