আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ ও নিষ্ঠাবান সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” আধুনিক বিজ্ঞান যে-সকল সিদ্ধান্তে উপনীত হইতেছে, বেদান্ত অনেক শতাব্দী পূর্বেই সেই সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছিল । “……..(৫/৭৩) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

চেতসা সর্বকর্নাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ ।
বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তঃ সততং ভব ।। (৫৭)

সমস্ত কর্ম মনে মনে আমাকে সমর্পন করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করে, মৎপরায়ণ হয়ে নিরন্তর আমাতে চিত্ত রাখো । (৫৭)

বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা

আজ বুধবার…..

       ভাদ্র মাস  ( ঋষিকেশ )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২ ভাদ্র , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১৯ আগষ্ট , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.১৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৫ মিনিট ।
সকাল ৮.২৩ পর্যন্ত অমাবস্যা পরে প্রতিপদ তিথি ।
মঘনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ও শুক্ল পক্ষ ।

অসম……সাংবাদিক পবিত্র নারায়ণ চুতিয়ার স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button