হরি ওঁ
কলিযুগের সৎ ও নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত
সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” …… বেদসমূহ ঈশ্বরের জ্ঞানের প্রকাশ ; ঈশ্বর নিত্য বলিয়া তাঁহার জ্ঞানও তাঁহার মধ্যে নিত্য বিরাজমান এবং সেইজন্য বেদও নিত্য । “……..(২/২৯৪)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেহর্জুন তিষ্ঠতি ।
ভ্রাময়ন্ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া ।। (৬১)
হে অর্জুন ! শরীররূপ যন্ত্রে আরূঢ় সক ল প্রাণীকে অন্তর্যামী পরমেশ্বর তাদের কর্ম– অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে স্থিত হয়েছেন । (৬১)
রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা
আজ রবিবার………
ভাদ্র মাস ( ঋষিকেশ )
৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ ভাদ্র, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৩ আগষ্ট, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.১৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০২ মিনিট ।
পঞ্চমী তিথি ।
চিত্রানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা দিবস ।
ত্রিপুরা……শ্রীশ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরির ( বালক বাবা ) আবির্ভাব দিবস ।
আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।