আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগী সাধক স্বপন দত্ত

সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ ।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখভাগ ভবেৎ ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” আমরা জানি, ভারতবাসীর ধারণা ——- আধ্যাত্মিক আদর্শ হইতে উচ্চতর আদর্শ আর কিছু নাই ; ইহাই ভারতীয় জীবনের মূলমন্ত্র । “…..(৫/১৮৩)
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

ইদং তে নাতপস্কায় নাভক্তায় কদাচন ।
ন চাশুশ্রূষবে বাচং ন চ মাং যোগভ্যসূয়তি ।। (৬৭)

এই গীতারূপ রহদ্যময় উপদেশ কখনও তপস্যাহীন, ভক্তিহীন, এবং শুনতে অনিচ্ছুক ব্যক্তিদের বলবে না , আর যারা আমার প্রতি দোষদ্রষ্টি রাখে তাদের তো কখনও বলবে না । (৬৭ )

শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা

আজ শনিবার………..

          ভাদ্র  মাস  ( ঋষিকেশ    ) 

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১২ ভাদ্র, ১৪২৭বঙ্গাব্দঃ ।
২৯ আগষ্ট, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.২০ মিনিট ।
সূর্য্যাস্ত ৫.৫৬ মিনিট ।
সকাল ৯.৫০ পর্যন্ত একাদশী পরে দ্বাদশী তিথি ।
পূর্ব্বাষাঢ়ানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

জাতীয় ক্রীড়া দিবস ।

শ্রীশ্রীবিষ্ণূপ্রিয়াদেবীর অনুজ ঁ যাদবাচার্য্য গোস্বামী প্রভুর আবির্ভাব তিথি ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ।

অসম……. শিল্পী ঁ যোগেশ ভরালী, মুক্তিযোদ্ধা ঁ লক্ষ্মীপ্রসাদ গোস্বামী ও কর্নেল ঁ উমাকান্ত শর্মার স্মৃতিদিবস ।

শ্রী রঘুনাথ ভট্ট, শ্রীশ্রীকৃষ্ণদাস কবিরাজ ও শ্রী রঘুনাথ দাসের তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button