হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” সংসারের সুখসমুদয় ভোগ করিয়া প্রত্যেক হিন্দুকেই জীবনের শেষভাগে সংসার ত্যাগ করিতে হইবে । যে তাহা না করে, সে হিন্দু নহে ; তাহার নিজেকে হিন্দু বলিয়া পরিচয় দিবার অধিকার নাই, সে শাস্ত্র অমান্য করে । “……(৫/৪২)
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
মুক্তসঙ্গোহনহংবাদী ধৃত্যুৎসাহসমন্বিতঃ ।
সিদ্ধ্যসিদ্ধ্যোর্নির্বিকারঃ কর্তা সাত্ত্বিক উচ্যতে ।। (২৬ )
ফলে অবাসক্ত, কর্তৃত্বাভিমানরহিত, ধৈর্যশীল, উদ্যমযুক্ত এবং ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন ও অসিদ্ধিতে বিষাদরহিত কর্তাকে সাত্ত্বিক কর্তা বলা হয় । (২৬)
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
শ্রাবণ মাস ( শ্রীধর )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২২ জুলাই , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২২ মিনিট ।
দ্বিতীয়া তিথি ।
অশ্লেষানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
বাংলার নব জাগরণের অন্যতম নেতা ও সাহিত্যিক প্যারীচাঁদ মিত্রের ( টেকচাঁদ ঠাকুর ) জন্মদিবস ।
অসম…. সমাজসেবক সন্তোষকুমার হিম্মতিংকার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।