হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” যখন ভোগের দ্বারা প্রাণে প্রাণে বুঝিবে যে সংসার অসার —– তখন তোমাকে সংসার ত্যাগ করিতে হইবে । আমরা জানি— ইহাই হিন্দুর আদর্শ । “…….(৫/৪২)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
রাগী কর্মফলপ্রেপ্সুর্লুব্ধো হিংসাত্মকোহশুচিঃ।
হর্ষশোকান্বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ ।। (২৭)
বাসনাকুলচিত্ত, কর্মফলাকাঙ্ক্ষী, পরদ্রব্যে লোভী, পরপীড়ক, বাহ্যান্তর শৌচহীন, ইষ্টপ্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত—– এইরূপ কর্তাকে রাজস কর্তা বলা হয় । ৷ (২৭)
লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা
আজ বৃহষ্পতিবার…………..
শ্রাবণ মাস ( শ্রীধর )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৭ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৩ জুলাই ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২১ মিনিট ।
তৃতীয়া তিথি ।
মঘানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
লোকমান্য বালগঙ্গাধর তিলকের জন্মদিবস ।
কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মদিদস৷
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রয়াণ দিবস ।
স্মার্ত্ত পণ্ডিতপ্রবর ঁ নিত্যানন্দ দ্মৃতিতীর্থের তিরোধান তিথি ।
আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।