হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” যখন ভালরূপে পরীক্ষা করিয়া বুঝিবে, সংসার ফলের ভিতরটা ভূয়ামাত্র—— আমড়ার মতো উহার আঁটি ও চামড়াই সার, তখন সংসার ত্যাগ করিয়া যেখান হইতে আদিয়াছ, সেখানে ফিরিবার চেষ্টা কর । “………(৫/৪২)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
অযুক্তঃ প্রাকৃতঃ স্তব্ধঃ শঠো নৈস্কতিকোহলসঃ ।
বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে ।। (২৮)
বিক্ষিপ্তচিত্ত, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি, অনম্র, ধূর্ত, পরবৃত্তিনাশক, সদা বিষন্ন, অলস ও দীর্ঘসূত্রী কর্তাকে তামস কর্তা বলা হয় । (২৮)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
শ্রাবণ মাস ( শ্রীধর )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৮ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৪ জুলাই ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২১ মিনিট ।
চতুর্থী তিথি ।
পূর্ব্বফাল্গুনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
মহাত্মা কালীপ্রসন্ন সিংহের তিরোভাব দিবস ।
মহানয়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস ।
অসম…. জ্ঞানপীঠ বটাবিজয়ী ঁ বীরেন্দ্র ভট্টাচার্য্যের তিরোভাব তিথি ।
ত্রিপুরা…. সঙ্গীতশিল্পী ভূপতি দেববর্মার প্রয়াণ দিবস ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।