আত্মাশুদ্ধি

হরি ওঁ

ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” বেদের ধর্মই হিন্দুদিগের ধর্ম এবং প্রাচ্যদেশীয় ধর্মের ভিত্তিভূমি ; অর্থাৎ অন্যান্য প্রাচ্য ধর্মগুলি বেদেরই শাখা– প্রশাখা । “…….(৩/৩৬৮) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

শ্রেয়ান্ স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ ।
স্বভাবনিয়তং কর্ম কুর্বান্নাপ্নোতি কিল্বিষম্ ।। (৪৭)

উত্তমরূপে অনুষ্ঠিত অন্যের ধর্ম হতে গুণরহিত স্বধর্ম শ্রেষ্ঠ ; কারণ স্বভাবনির্দিষ্ট স্বধর্মরূপ কর্মে মানুষের পাপ হয় না । (৪৭)

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার……..

        শ্রাবণ  মাস  ( শ্রীধর  )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৬ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১১ আগষ্ট , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.১৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১১ মিনিট ।
সকাল ৬ ৩২ পর্যন্ত সপ্তমী পরে অষ্টমী তিথি ।
ভরণীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

শ্রীশ্রীকৃষ্ণাজন্মাষ্টমীব্রত ।

অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর শহীদ দিবস ।

অসম……. ত্যাগবীর ঁ হেমচন্দ্র বরুয়া এবং সাহিত্যিক ডঃ ঁ সত্যেন্দ্রনাথ শর্মার স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button