হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস— সাধক স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
একাত্মতা মন্ত্র
(বঙ্গানুবাদ )
শৈব সম্প্রদায় যাঁকে ‘শিব ‘ নামে আখ্যা দিয়ে থাকেন, বৈষ্ণব সম্প্রদায় যাঁকে ‘বিষ্ণু’ নামে স্তুতি করেন, বৌদ্ধ ও জৈনরা যাঁকে ‘বুদ্ধ ও ‘ অর্গৎ’ নামে স্তুতি করেন৷ শিখ সন্তগণ যাঁকে ‘ সৎ শ্রীঅকাল ‘ নামে স্তুতি করেন — তিনিই এক ও অদ্বিতীয় প্রভু ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
দৈবী সম্পদ্বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা ।
মা শুচঃ সম্পদং দৈবীমভিজাতোহসি পাণ্ডব ।। (০৫)
দৈবী সম্পদ সংসারবন্ধন হতে মুক্তির হেতু এবং আসুরো সম্পদ সংসার বন্ধনের কারণ । হে পাণ্ডব ! তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মেছ । (৫)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৮ বৈশাখ, ১৪২৭বঙ্গাব্দ ।
১১ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০৩ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৫ মিনিট ।
সকাল ১০.১৬ পর্যন্ত চতুর্থী পরে পঞ্চমী তিথি ।
মূলানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
জাতীয় প্রযুক্তি দিবস ।
পরম ব্রহ্মময়ী শ্রীশ্রীয়ানন্দময়ী মার’র আবির্ভাব তিথি ।
শ্রীশ্রীমাধবী মা’র আবির্ভাব দিবস ।
ত্রিপুরার পুরাতন আগরতলা – খয়েরপুরের ঁ জয়ারাণী আচার্য্য’র তিরোধান দিবস ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।??