আত্মাশুদ্ধি

হরি ওঁ

ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” বেদের একটি বিশেষত্ব এই যে, যত শাস্ত্রগ্রন্থ আছে, তন্মধ্যে একমাত্র বেদই বার বার বলিয়াছেন—- বেদকেও অতিক্রম করিতে হইবে । “…….. (৯/৪৯৩)
স্বামী বিব্রকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ ।
সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতাঃ ।। (৪৮)

অতএব, হে কুন্তীপুত্র ! দোষযুক্ত হলেও সহজকর্ম ত্যাগ করা উচিৎ নয়, কারণ ধূমাবৃত অগ্নির ন্যায় সমস্ত কর্মই কোনো না কোনোভাবে দোষযুক্ত । (৪৮)

বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা

আজ বুধবার…..

       শ্রাবণ  মাস  ( শ্রীধর )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৭ শ্রাবণ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১২ আগষ্ট , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.১৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১০ মিনিট ।
সকাল ৮.১৯ পর্যন্ত অষ্টমী পরে নবমী তিথি ।
কৃত্তিকানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

শ্রীশ্রীকৃষ্ণাজন্মাষ্টমীব্রত ।

শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীর শুভ আবির্ভাব তিথি ।

দেশভক্ত সুরেশ্চন্দ্র মজুমদারের প্রয়াণ দিবস ।

অসম……সমাজকর্মী ঁ হরকান্ত ভট্টাচার্য্যের তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button