হরি ওঁ
ত্যাগী নিঃস্বার্থ হীন সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” হিন্দু জাতি বরাবরই বেদান্তের আদর্শ কার্যে পরিণত করার চেষ্টা করে চলেছে । সৌভাগ্যই হউক, আর দুর্ভাগ্যই হউক, সব অবস্থায় বেদান্তের এই আদর্শকে কার্যে পরিণত করবার প্রাণপণ চেষ্টাই—- ভারতীয়দের সমগ্র ইতিহাস । “…. (৯/৪৬৮)
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্তো ধৃত্যাত্মানং নিয়ম্য চ ।
শব্দাদীন্ বিষয়াংস্ত্যক্ত্বা রাগদ্বেষৌ ব্যুদস্য চ ।।
বিবিক্তসেবী লঘ্বাশী যতবাক্কায়মানসঃ ।
ধ্যানযোগপরো নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ ।।
অহঙ্কারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম্ ।
বিমুচ্য নির্মমঃ শান্তো ব্রহ্মভূয়ায় কল্পতে ।। (৫১–৫২–৫৩ )
বিশুদ্ধ বুদ্ধিযুক্ত, সাত্ত্বিক , মিতভোজী, শব্দাদি বিষয়সমূহ ত্যাগ করে একান্ত ও শুদ্ধস্থানে বসবাসকারী, সাত্ত্বিক ধৃতির দ্বারা অন্তঃকরণ ও ইন্দ্রিয় সংযম করে কায়মবোবাক্যে সংযমী, রাগ– দ্বেষ সর্বতোভাবে বর্জনপূর্বক দৃঢ় বৈরাগ্য– অবলম্বন করে তথা অহঙ্কার- বল- দর্প- কাম- ক্রোধ এবং পরিগ্রহ ত্যাগ করে নিরন্তর ধ্যানযোগে নিরত, মমত্বশূন্য, প্রশান্তচিত্ত পুরুষ সচ্চিদানন্দঘন ব্রহ্মে অভিন্নরূপে অবস্থান করতে সমর্থ হন । (৫১–৫২–৫৩ )
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
শ্রাবণ মাস ( শ্রীধর )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩০ শ্রাবণ ১৪২৭বঙ্গাব্দঃ ।
১৫ আগষ্ট, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.১৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৮ মিনিট ।
সকাল ১১.১৭ পর্যন্ত একাদশী পরে দ্বাদশী তিথি ।
আর্দ্রানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
অখণ্ড ভারত দিবস ।
স্বাধীনতা দিবস ।
ঋষি অরবিন্দের জন্মদিবস ।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের জন্মদিবস ।
যুগাবতার স্বামী পরেশ মহাত্মার তিরোভাব দিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।