হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস——-সাধক স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
” যদি বর্তমানকালে হিন্দুশব্দে কোন মন্দ জিনিষ বুঝায়, বুঝাক। এস, আমাদের কাজের দ্বারা লোককে দেখাইতে প্রস্তুত হই যে, কোন ভাষাই ইহা অপেক্ষা উচ্চতর শব্দ আবিস্কার করিতে সমর্থ নহে । “………………………….
স্বামী বিবেকানন্দ । (৫/ ২৬৯)
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
কামমাশ্রিত্য দুষ্পূরং দ্মভমানমদাম্বিতাঃ ।
মোহাদ গৃহীত্বাসদগ্রাহান্ প্রবর্তন্তেহশুচিব্রতাঃ ।। (১০)
এইসব দুস্পূরণীয় বাসনায় পূর্ণ, দ্মভ, অভিমান, ও মদযুক্ত মানুষেরা অজ্ঞানবশতঃ অশুচি সিদ্ধান্ত গ্রহন করে ভ্রষ্টাচারে প্রবৃত্ত হয়ে সংসারে বিচরণ করে । (১০)
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২ জ্যৈষ্ঠ, ১৪২৭বঙ্গাব্দ।
১৬ মে ২০২০ খ্রীষ্টাব্দ।
সূূর্য্যোদয় ৫.০০ মিনিট।
সূর্য্যাস্ত ৬.০৮ মিনিট ।
দুপুর ১২.০৪ পর্যন্ত নবমী পরে দশমী তিথি ।
শতভিষানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
অসম— দার্শনিক ঁ কালিচরণ দাসের স্মৃতিদিবস ।
ত্রিপুরা—- শিক্ষাবিদ মাধবলাল চ্যাট্টার্জী ও সঙ্গীত ব্যক্তিত্ব হীরেণ দেববর্মার প্রয়াণ দিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।
Stay at home. Pls?