আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস———-সাধক স্বপন দত্ত বাউল——-

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

” এখন ধর্ম ও হিন্দু— এই দুইটি শব্দ একার্থবাচক হইয়া দাঁড়াইয়াছে । ইহাই আমাদের জাতির বিশেষত্ব, ইহাতে আঘাত করিবার উপায় নাই । “……………… স্বামী বিবেকানন্দ । (৫/২৭২)

                     


ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- ষোড়শ  অধ্যায়

      দৈবাসুরসম্পদ্বিভাগযোগ

            শ্রীভগবান  উবাচ

আশাপাশশতৈর্বদ্ধাঃ কামক্রোধপরায়ণাঃ ।
ঈহন্তে কামভোগার্থমন্যায়েনার্থসঞ্চয়ান্ ।। (১২)

তারা অসংখ্য আশাপাশে অর্থাৎ কামনার জালে আবদ্ধ থেকে এবং জাম ও ক্রোধের অধীন হয়ে বিষয়ভোগের জন্য অসুদপায়ে অর্থ সংগ্রহে রত থাকে । (১২)

সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা

আজ সোমবার……..

       জ্যৈষ্ঠ মাস  ( ত্রিবিক্রম ) 

৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৪ জ্যৈষ্ঠ , ১৪২৭বঙ্গাব্দ ।
১৮ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৯ মিনিট ।
বিকেল ৩.৪২ পর্যন্ত একাদশী পরে দ্বাদশী তিথি ।
উত্তরভাদ্রপদনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

স্বামী যুক্তেশ্বর গিরিজী মহারাজের আবির্ভাব দিবস ।

প্রখ্যাত চিকিৎসক ডাঃ নীলরতন সরকারের তিরোভাব দিবস ।

অসম— নাট্যসম্রাট ঁ গিরিশ চৌধুরীর স্মৃতি দিবস ।

ত্রিপুরা— প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের জন্মদিবস ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখময় সেনগুপ্তের প্রয়াণ দিবস ।

আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।

বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?

Related Articles

Back to top button