হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।
বিবেকানন্দের বাণী
----------------------------
” ভারতে সকল বিষয়ের জন্যই আমাদের একজন গুরু প্রয়োজন হয় । আমরা হিন্দুরা বিশ্বাস করি, পুস্তকে তত্ত্ববিশেষের ভাসা ভাসা বর্ণনামাত্র থাকে । “….(৮/৩৬৬)
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- অষ্টাদশ অধ্যায়
মোক্ষসন্ন্যাসযোগ
শ্রীভগবান উবাচ
দুঃখমিত্যেব যৎ কর্ম কায়ক্লেশভয়াৎ ত্যজেৎ ।
স কৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেৎ ।। (০৮)
কর্ম দুঃখকর, এই মনে করে যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এইরূপ রাজস ত্যাগ করে ত্যাগের ফল মোক্ষ লাভ করতে পারেন না । (৮)
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
আষাঢ় মাস ( বামন )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৯ আষাঢ়, ১৪২৭বঙ্গাব্দঃ ।
৪ জুলাই , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূূর্য্যোদয় ৫.০০ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সকাল ১১.১৬ পর্যন্ত চতুর্দ্দশী তিথি পরে পূর্ণিমা ।
মূলানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস ।
শ্রীশ্রীসনাতন গোস্বামী প্রভুপাদের তিরোভাব তিথি ।
শ্রী মুকুন্দ দত্তের তিরোভাব তিথি ।
শ্রীশ্রীধর পণ্ডিতের তিরোভাব তিথি ।
অসম—- শহীদ ঁ রঞ্জিত বরপূজারীর স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।