আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” হিন্দুর নিকট নিম্নতর জড়োপাসনা হইতে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরিবার— উপলব্ধি করিবার জন্য মানবাত্মার বিবিধ চেষ্টা । “…..(১/২৫)
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

তত্রৈবং সতি কর্তারমাত্মানং কেবলং তু যঃ ।
পশ্যত্যকৃতবুদ্ধিত্বান্ন স পশ্যতি দুর্মতিঃ ।। (১৬)

এতৎসত্ত্বেও যে- ব্যক্তি অশুদ্ধবুদ্ধি হেতু ঐ কর্ম সম্পাদনে শুদ্ধস্বরূপ আত্মাকেই কর্তা বলে মনে করে, সেই মলিন বুদ্ধিসম্পন্ন অজ্ঞানী ব্যক্তি ঠিক ঠিক বোঝে না । (১৬)

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

         আঢাঢ় মাস  ( বামন )  

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৭ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
১২ জুলাই, ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৫.০৩ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
সপ্তমী তিথি ।
উত্তরভাদ্রপদনক্ষত্র ।

সমাজসেবিকা সুরবালা সিনহার জন্মদিবস ।

শ্রীশ্রীবিশুদ্ধানন্দ পরমহংসদেবের তিরোভাব দিবস ।

অসম….. গণিতজ্ঞ ঁ দ্যণ্ডিরাম দত্তর স্মৃতিদিবস ।

ত্রিপুরা……. প্রখ্যাত আইনজীবী অশোক চক্রবর্তীর প্রয়াণ দিবস ।

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button