গ্রামের পাতায়

অসহায় পরিবারের পাশে তারামা মন্দির কমিটি।

প্রদীপ কুমার মাইতি,পূর্বমেদিনীপুর: সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নােবেল করােনা সংক্রমন। যার জেরে গােটা দেশে একটানা লকডাউন চলছে । অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে এরাজ্যের বুকেও থাবা বসিয়েছে করােনা ভাইরাস । পূর্ব মেদিনীপুরের এগরাতে রেড জোন ঘোষনা করা হয়েছে প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়েছে বহু মানুষ ।খাদ্যের জোগাড় করতে রীতিমতাে হিমসিম খাচ্ছে অসহায় ও দ্ররিদ্র মানুষেরা। এই অবস্থায় দিন আনে দিন খায় অসহায় ১০০ পরিবারের কাছে দাঁড়াল এগরা-২ ব্লকের বৈঁচা উদিত সংঘের শনি মহারাজ ও তারামা মন্দির কমিটি । মন্দিরের পার্শ্ববর্তী এলাকার (বৈঁচা,ডোমপুকুর,দোবান্ধি,বিষরপুর, এগরা) মানুষদের জন্য এই ত্রান সিবিরের আয়োজন করেন তারা।

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে আছে মানব শেবা মানেই ঈশ্বর শেবা তাই বিভিন্ন মানুষের সাহাযার্থে ও মন্দিরের উপার্জিত টাকা থেকেই আমরা ১০০ পরিবারের কাছে সামান্য সেবার হাত বাড়িয়ে দিলাম। প্রতিটি পরিবারের অসহায় মানুষদের জন্য খাদ‍্য সামগ্ৰী ও স্বাস্থ্য কীডস হিসেবে এবং মাক্স ও সচেতনতা বার্তা পৌঁছে দিলাম।
এ দিন ঐ ত্রাণ বিতরণ শিবিরে উপস্থিত ছিলেন এগরা 2 ব্লকের সহ সভাপতি শ্রীপতি প্রধান, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী, সংস্থার সভাপতি অশোক নাজির, বিশিষ্ট সমাজসেবি প্রদ্যুম্ন নন্দী, কালিপদ মাইতি,সুকুমার জানা ও সৌরভ মাইতি এবং আইজাদ হোসেন প্রমুখ। তবে স্থানীয় গ্রামবাসি ও পার্শবর্তী এলাকার মানুষেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button