অসহায় মানুষের পাশে তৃণমূল।
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ নিজেদের শরীরের রক্ত দান করে করোনা যুদ্ধে সামিল হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস। মাস্ক বিলি দিয়ে শুরু। তারপর চাল, আলু বিতরণ। আর এরপরই রক্তদান শিবির। এভাবেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হল পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস। সারা দেশে লকডাউন চলছে। ফলে জেলা জুড়ে তৈরী হয়েছে রক্তের সঙ্কট। তাই নিজেদের শরীরের রক্ত দান করে করোনা যুদ্ধে সামিল হল দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস। সোমবার দুবদা দেশপ্রাণ বীরেন্দ্র বিদ্যাপীঠের সভাগৃহে আয়োজিত এই রক্তদান শিবিরে অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও শুভাকাঙ্খী মিলিয়ে ১১ জন মহিলা সহ মোট ৩০ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। দুবদা অঞ্চল তৃণমূল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী বলেন, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ আজ করোনা ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন প্রতিদিন।জেলা জুড়ে তৈরী হয়েছে রক্ত সংকট। তাই নিজেদের শরীরের রক্ত দিয়ে আজ আমরা সামিল হয়েছি করোনা মোকাবিলায়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, দলের ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, দলের মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী আরতি মুন্ডা, ব্লকের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস ও অনিল বর, দুবদা গ্রাম পঞ্চায়েত প্রধান রাধারাণী বর ও উপ-প্রধান সত্যরঞ্জন মাইতি, এগরা-২ পঞ্চায়েত সমিতির সদস্য মৃণালকান্তি জানা- সহ দুবদার বহু বিশিষ্ট মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখেই রক্তদান শিবির হয়। করোনা মোকাবিলায় ইতিমধ্যে দুই হাজার মানুষকে মাস্ক ও এক হাজার মানুষকে চাল-আলু বিতরণ করেছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষজনকে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক।