গ্রামের পাতায়
অসহায় মানুষের পাশে বিশিষ্ট সমাজসেবী সেক আব্দুস সাত্তার।
দেশ জুড়ে করোনা মহামারীর লকডাউনের প্রাক্কালে যখন গরীব অসহায় মানুষ ক্ষুদার্থ, খাদ্যসামগ্রী জোগাড়ে ব্যর্থ তখন মানবিক মুখ হিসেবে নিজেকে প্রচারের আড়ালে রেখে গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী সেক আব্দুস সাত্তার। কাঁথি মহকুমার বিভিন্ন এলাকায় তিনদিন ব্যাপী ত্রাণ শিবির চালানো হয়। প্রায় ৭০০ পরিবারকে ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সরষে তেল, সোয়াবিন ৫০০ গ্রাম, ২ কেজি আটা, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি ওনার ত্রাণ সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে।
আব্দুস সাত্তার বাবুর ত্রানে সাধারণ মানুষেরা আপ্লুত। সাত্তার বাবুর বক্তব্য, “আমি অসহায়, গরীব মানুষের পাশে সর্বদা থাকার চেষ্টা করি আর আগামী দিনেও থাকবো।”