আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

         

 বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে তাহা এখনই এবং এইখানে বর্তমান ।…. যিনি ঈশ্বরবিশ্বাসী, তিনি এখনই তাঁহার দর্শন লাভ করিতে পারেন । “…(৩/১৮৯)
স্বামী বিবেকানন্দ

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

যত্তু প্রত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ ।
দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম্ ।। (২১)

কিন্তু যে- দান ক্লেশপূর্বক প্রত্যুপকারের আশায় অথবা ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয়, তাকে রাজসিক দান বলে । (২১)

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা

আজ শুক্রবার…………….

      আষাঢ় মাস ( বামন  ) 

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৪ আষাঢ় , ১৪২৭ বঙ্গাব্দ ।
১৯ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২২ মিনিট ।
সকাল ১০.৩৪ পর্যন্ত ত্রয়োদশী পরে চতুর্দ্দশী তিথি ।
সকাল ১০.৩৯ পর্যন্ত কৃত্তিকানক্ষত্র পরে রোহিনীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

অসম— সাংবাদিক সতীশ চন্দ্র কাকতির স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও শান্তময় হোক ।

Related Articles

Back to top button