হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” ধর্ম আমাদের ভিতর প্রবেশ করা চাই । প্রাচীনেরা এবং আধুনিকেরাও সেই ঈশ্বরকে দেখিয়াছেন——- ইহাই আমাদের নিকট ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ ; “…….(৫/২৮০ )
স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ প্রযুজ্যতে ।
প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থ যুজ্যতে ।। (২৬ )
হে পার্থ ! সদভাব ও সাধুভাব বোঝাতে ‘ সৎ’ —— এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রয়োগ করা হয় এবং শুভ কর্মেও ‘ সৎ’ শব্দ ব্যবহৃত হয় । (২৬ )
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
আষাঢ় মাস ( বামন )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৯ আষাঢ় , ১৪২৭ বঙ্গাব্দ ।
২৪ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৪ মিনিট ।
সকাল ১০.১২ পর্যন্ত তৃতীয়া পরে চতুর্থী তিথি ।
দুপুর ১.৪০ পর্যন্ত পূষ্যানক্ষত্র পরে অশ্লেষানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।