আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” ……. আমাদের বিশ্বাসের প্রধান ভিত্তি এই যে, এই ভারতে প্রাচীনকালে সহস্র সহস্র ব্যক্তি এই আত্মাকে দর্শন করিয়াছেন, বর্তমানকালেও খুঁজিলে অন্ততঃ দশজন আত্মজ্ঞ পুরুষের সাক্ষাৎ মিলিবে এবং ভবিষ্যতেও সহস্র সহস্র ব্যক্তির অভ্যুদয় হইবে, যাঁহারা আত্মদর্শন করিবেন । “….(৫/২৮০) স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতজ্ঞ যৎ ।
অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎ প্রেত্য নো ইহ । (২৮)

হে অর্জুন ! হোম, দান, তপস্যা বা অন্য কোনো শুভ কর্ম অশ্রদ্ধাপূর্বক করলে তাকে ‘ অসৎ ‘ বলা হয় ; সেইজন্য ইহলোকে বা পরলোকে কোথাও তা ফলপ্রসূ হয় না । (২৮)

ওঁ তৎ সৎ শ্রীমদভগবদগীতারূপী উপনিষদ এ ‘ শ্রদ্ধাত্রয়বিভাগযোগ’ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত ।

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা

আজ শুক্রবার…………….

      আষাঢ় মাস ( বামন  ) 

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১১ আষাঢ় , ১৪২৭ বঙ্গাব্দ ।
২৬ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৪ মিনিট ।
সকাল ৬.৫৭ পর্যন্ত পঞ্চমী পরে ষষ্ঠী তিথি ।
সকাল ১১.৫১ পর্যন্ত মঘানক্ষত্র পরে পূর্ব্বফাল্গুনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মদিবস ।

অসম— নাট্যপ্রভাকর ঁ সত্যপ্রসাদ বরুয়ার স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও শান্তময় হোক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button