আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস——স্বপন দত্ত বাউল——-

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

            একাত্মতা মন্ত্র 

শৈবা যমীশং শিবিত্যবোচন্
যং বৈষ্ণবা বিষ্ণুরিতি স্তবন্তি ।
বুদ্ধস্তথা}র্হন্নিতি বৌদ্ধজৈনাঃ
সৎ শ্রীঅকালেতি চ শিকখ সন্তঃ ।।

                    

 ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- ষোড়শ  অধ্যায়

      দৈবাসুরসম্পদ্বিভাগযোগ

            শ্রীভগবান  উবাচ

অহিংসা সত্যমক্রোধস্ত্যাগঃ শান্তিরপৈশুনম্ ।
দয়া ভূতেস্বলোলুপ্তং মার্দবং হ্রীরচাপলম্ ।। (০২)

কায়মনোবাক্যে কাউকেও কোনওভাবে কষ্ট না দেওয়া, যথার্থ ও প্রিয় ভাষণ, নিজের প্রতি অপরাধকারীর প্রতিও ক্রোধ না করা, সকল কর্মে কর্তৃত্বাভিমান ত্যাগ করা, চিত্ত- চাঞ্চল্যের অভাব, পরনিন্দাবর্জন, সর্বভূতে অহেতুক দয়া, বিষয়সমূহের সঙ্গে ইন্দ্রিয়াদির সংযোগ হলেও আসক্ত না হওয়া, কোমলতা, লোক ও শাস্ত্রবিরুদ্ধ আচরণে লজ্জা এবং ব্যর্থ চেষ্টার অভাব ; (২)

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা

আজ শুক্রবার…………….

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দ ।
২৫ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
৮ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০৪ মিনিট,
সূর্য্যাস্ত ৬.০৪ মিনিট ।
দুপুর ২.৪১ পর্যন্ত প্রতিপদ পরে দ্বিতীয়া তিথি ।
বিশাখানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

বিশ্ব রেডক্রস দিবস ।

শ্রীশ্রী নারদ জয়ন্তী

বিশ্বের আদি বার্তা তথা সংবাদবাহক শ্রীনারদ মুনির জন্ম তিথি ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ।

অসমের শ্রীমৎ প্রেমানন্দ স্বামীর তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও শান্তময় হোক ।

বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button