হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দা——সাধক-স্বপন দত্ত বাউল——
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
একাত্মতা মন্ত্র
( বঙ্গানুবাদ)
কোনো কোনো সম্প্রদায় যাঁকে ‘শান্তা’ ও ‘কুমার ‘ নামে চিহ্নিত করে স্তব কতেন, কেউ কেউ ভক্তিভাবে যাঁকে ‘স্বামী ‘, ‘পিতা’, ‘মাতা’ নামে সম্বোধন করেন,তিনিই এক ও অদ্বিতীয় প্রভু জগদীশ্বর ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
দ্বৌ ভূতসর্গৌ লোকেহস্মিন্ দৈব আসুর এব চ ।
দৈবো বিস্তরশঃ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু ।। (০৬)
হে পার্থ ! ইহলোকে দুই প্রকারের মানুষ সৃষ্টি হয়েছে, এক দৈবী প্রকৃতিসম্পন্ন এবং অপরটি আসুরী প্রকৃতিসম্পন্ন । এদের মধ্যে দৈবী প্রকৃতিসম্পন্ন মানুষদের কথা বিস্তারিতভাবে আমার নিকট শোনো । (৬)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৯ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
১২ মে, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০২ মিনিট।
সূর্য্যাস্ত ৬.০৬ মিনিট ।
বেলা ১১.২৯ পর্যন্ত পঞ্চমী পরে ষষ্ঠী তিথি ।
পূর্ব্বাষাঢ়ানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
আন্তর্জাতিক সেবিকা ( নার্স) দিবস ।
প্রভুপাদ শ্যামাদাস গোস্বামীর তিরোভাব তিথি ।
অসমের শিক্ষাবিদ ঁ নন্দেশ্বর দেউরী বরার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।
Stay at home. Pls?