আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দা—–সাধক-স্বপন দত্ত বাউল——-

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

            ভোজন মন্ত্রঃ 

ওঁ ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির্ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম্ ।
ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্মসমাধিনা ।। (শ্রীগীতা ৪ র্থ অধ্যায় ২৪ তম শ্লোক )
ওঁ সহনাববতু । সহনৌ ভুনক্তু । সহবীর্যং করবাবহৈ ।
তেজস্বিনাবধীত্মস্তু মা বিদ্বিষাবহৈ ।।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ( কৃঢ্ণ যজুর্বেদ )

                     

ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- ষোড়শ  অধ্যায়

      দৈবাসুরসম্পদ্বিভাগযোগ

            শ্রীভগবান  উবাচ

প্রবৃতিঞ্চ নিবৃতিঞ্চ জনা ন বিদুরাসুরাঃ ।
ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে ।। (০৭)

আসুরী স্বভাবসম্পন্ন ব্যক্তিগণ প্রবৃত্তি এবং নিবৃত্তি — এই দুটিকেই জানে না । তাই তাদের মধ্যে বাহ্যভ্যন্তর শুদ্ধি নেই, সদাচার নেই এবং সত্যভাষণ ও নেই । (৭)

বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা

আজ বুধবার…..

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩০ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
১৩ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০১ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০৬ মিনিট ।
সকাল ৯.৩০ পর্যন্ত ষষ্ঠী পরে সপ্তমী তিথি ।
উত্তরাষাঢ়ানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

অরুনাচল মিশনের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীঠাকুর দয়ানন্দ দেবের আবির্ভাব তিথি ।

কবি সুকান্ত ভট্টাচার্য্যের তিরোধান দিবস ।

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Stay at home. Pls?

Related Articles

Back to top button