হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস——স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
” আমরা হিন্দু । আমি এই হিন্দু শব্দটি কোন মন্দ অর্থে ব্যবহার করিতেছি না ; আর যাহারা মনে করে,ইহার কোন মন্দ অর্থ আছে,তাহাদের সহিত আমার মতের মিল নাই । “……………. স্বামী বিবেকানন্দ (৫/২৬৯ )
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
এতাং দৃষ্টিমবষ্টভ্য নষ্টাত্মানোহল্পবুদ্ধয়ঃ ।
প্রভবন্ত্যুগ্রকর্মাণঃ ক্ষয়ায় জগতোহহিতাঃ ।। ৷ (০৯)
এইরূপ মিথ্যা জ্ঞান অবলম্বন করে বিকৃত স্বভাব এবং মন্দবুদ্ধিসম্পন্ন, অহিতকারী ক্রুরকর্মা ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহন করে । (৯)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১ জ্যৈষ্ঠ , ১৪২৭ বঙ্গাব্দ ।
১৫ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০০ মিনিট,
সূর্য্যাস্ত ৬.০৭ মিনিট ।
সকাল ১০.৪৫ পর্যন্ত অষ্টমী পরে নবমী তিথি ।
ধনিষ্ঠানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
আন্তর্জাতিক পরিবার দিবস ।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস ।
অসম — ঔপন্যাসিক ঁ দণ্ডিনাথ কলিতার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?