আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস—–সাধক স্বপন দত্ত বাউল——-

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

” জাতিবিশেষের জীবন কোন নির্দিষ্ট বিষয়ে থাকে, সেইখানেই সেই জাতির জাতীয়ত্ব আর যতদিন না তাহাতে ঘা পড়ে, ততদিন সেই জাতির মৃত্যু নাই । “………… স্বামী বিবেকানন্দ । (৫/২৭০)

                     

ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- ষোড়শ  অধ্যায়

      দৈবাসুরসম্পদ্বিভাগযোগ

            শ্রীভগবান  উবাচ

চিন্তামপরিমেয়াঞ্চ প্রলয়ান্তামুপাশ্রিতাঃ ।
কামোপভোগপরনা এতাবদিতি নিশ্চিতাঃ ।। (১১)

মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয়ভোগে রত থাকে ও ‘ এই-ই সুখ ‘ এইরূপ মনে করে থাকে । (১১)

রবি প্রভাতের হার্দিক শুভেচ্ছা

আজ রবিবার………

         জ্যৈষ্ঠ মাস  ( ত্রিবিক্রম )  

৫১২২ কলিযুগাব্দ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ।
১৭ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৯ মিনিট।
সূর্য্যাস্ত ৬.০৮ মিনিট ।
বেলা ১.৪৫ পর্যন্ত দশমী পরে একাদশী তিথি ।
পূর্ব্বভাদ্রপদনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস ।

শ্রীশ্রী ১০৮ স্বামী অকিঞ্চনানন্দ মহারাজের আবির্ভাব ।

দাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের তিরোভাব দিবস ।

অসম— সাংবাদিক- লেখক ঁ পরাগ কুমার দাসের স্মৃতিদিবস ।

ত্রিপুরা— ত্রিপুরার শেষ মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্যের মৃত্যু দিবস (১৯৪৭)

আজকের দিন শুভ ও আনন্দময় হোক ।

বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?

Related Articles

Back to top button