হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস——সাধক স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
” ধর্মীয় রীতি অনুসারে হিন্দু সব কাজ করে ; ধর্ম নিষ্ঠার সঙ্গে সে আহার কর, প্রত্যুষে শয্যাত্যাগ কর, ধর্মের নির্দেশ অনুসারে সে সৎকর্ম করে এবং অসৎ কাজও করে ধর্মভাবে । “………………….. স্বামী বিবেকানন্দ । (৫/৪০৩)
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
অসৌ ময়া হতঃ শত্রুর্হনিষ্যে চাপরানপি ।
ঈশ্বরোহহমহং ভোগী সিদ্ধহহং বলবান্ সুখী ।। (১৪)
সেই দুর্জয় শত্রুকে আমি নাশ করছি, এইবার অন্যান্যদেরও নাশ করব । আমি ঈশ্বর, আমি ভোগী । আমি পুরুষার্থসম্পন্ন, বলবান এবং সুখী । (১৪)
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ ।
২০ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৮ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১০ মিনিট ।
ত্রয়োদশী তিথি ।
অশ্বিনীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
শ্রীমৎ বেদানন্দ ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস ।
দেশনেতা বিপিনচন্দ্র পালের তিরোভাব দিবস ।
অসম— পূজ্যপাদ শ্রীশ্রীপ্রফুল্লপ্রাণ গোস্বামীর তিরোভাব দিবস ।
আচার্য্য শ্রীমৎ নিত্যানন্দ ব্রহ্মচারী দেবের তিরোভাব উৎসব ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।