হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস—–সাধক-স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
“…… যদি তাহার মধ্যে আত্মা বলিয়া কিছু থাকে, যাহা আদৌ জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তাঁহার কাছে যাইবে, অবশ্যই তাঁহাকে দর্শন করিবে । তবেই তাহার সকল সন্দেহ দূর হইবে। “
……….স্বামী বিবেকানন্দ । (১/২০ )
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- ষোড়শ অধ্যায়
দৈবাসুরসম্পদ্বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশন্মাত্মনঃ ।
কামঃ ক্রোধস্তথা লোভস্তস্মাদেতৎ ত্রয়ং ত্যজেৎ ।। ( ২১ )
কাম, ক্রোধ এবং লোভ —- এই তিনটি নরকের দ্বারস্বরূপ এবং আত্মার হননকারী অর্থাৎ আত্মাকে অধোগামী করে । অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিৎ । (২১)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১২ জ্যৈষ্ঠ , ১৪২৭ বঙ্গাব্দ ।
২৬ মে, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৬ মিনিট।
সূর্য্যাস্ত ৬.১৩ মিনিট ।
চতুর্থী তিথি ।
সকাল ৬.০২ পর্যন্ত আর্দ্রানক্ষত্র পরে পুনর্ব্বসুনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
নিম্বাকাচার্য্য কেশব ভারতীর আবির্ভাব তিথি ।
শিখ গুরু অর্জনদেবের তিরোভাব তিথি ।
অসম– শ্রীশ্রী রাধারাণি গোস্বামী দেবীর আবির্ভাব তিথি ।
ত্রিপুরা— প্রাক্তন মুখ্যমন্ত্রী রাধিকারঞ্জন গুপ্তের জীবনাবসান (১৯৯৮)
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?