হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস—-সাধক -স্বপন দত্ত বাউল——-
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” আত্মা এক দেহ অবসানে আর এক দেহ ধারণ করে । এইরূপ করিতে করিতে তাহার এমন অবস্থা আসে,যখন তাহার কোনরূপ শরীরধারণের প্রয়োজন বা ইচ্ছা থাকে না, তখন সে মুক্ত হইয়া যায়, তাহার আর জন্ম হয় না । “……….স্বামী বিবেকানন্দ । ( ৫/২৭৬ )
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
অর্জুন উবাচ
যে শাস্ত্রবিধিমুৎসৃজা যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ ।
তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্ত্বমাহো রজস্তমঃ ।। (০১)
অর্জুন জিজ্ঞাসা করলেন — হে কৃষ্ণ ! যাঁরা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পূজা করেন, তাঁদের সেই নিষ্ঠা কিরূপ সাত্ত্বিকী, রাজসী, অথবা তামসী ? (১)
শ্রীভগবান উবাচ
ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা ।
সাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু ।। (০২)
ভগবান শ্রীকৃষ্ণ বললেন — শাস্ত্রীয় সংস্কাররহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে—- সাত্ত্বিকী, রাজসী তথা তামসী । সেইগুলি তুমি আমার নিকট শোনো । (২)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৯ জ্যৈষ্ঠ , ১৪২৭ বঙ্গাব্দ ।
২ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১৫ মিনিট ।
সকাল ৯.৪৬ পর্যন্ত একাদশী পরে দ্বাদশী তিথি ।
চিত্রানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ।
অসম– দার্শনিক পণ্ডিত ঁ রাফহানাথ ফুকনের স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।
সচেতন থাকুন, জীবন বাঁচান।?