হরি ওঁ
সাধক স্বপন দত্ত বাউল
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” রাজযোগও পৃথিবীতে প্রচলিত অন্যান্য বিজ্ঞানের মতো একটি বিজ্ঞান । ”
” চিত্তবৃত্তি নিরোধের নামই যোগ —- ‘যোগ’ একপ্রকার বিজ্ঞান, যার সাহায্যে আমরা চিত্তের বিভিন্ন বৃত্তিতে রূপান্তরিত হওয়া বন্ধ করিতে পারি । “…. (১/১৮৫)
স্বামী বিবেকানন্দ
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ।
ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম্ ।। (১২)
কিন্তু, হে অর্জুন ! শুধু দম্ভপূর্বক অথবা ফললাভের জন্য যে- যজ্ঞ ক্রা হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে । (১২ )
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
জ্যৈষ্ঠ মাস ( ত্রিবিক্রম )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৭ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ ।
১০ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৬ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১৮ মিনিট ।
পঞ্চমী তিথি ।
শ্রবণানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
যোগীপুরুষ শ্রীসন্তদাস বাবাজীর আবির্ভাব দিবস ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।
সচেতনতায় সুস্থ জীবন।?