হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস —স্বপন দত্ত বাউল——-
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
প্রসিদ্ধ বৈজ্ঞানিক — সাংখ্য দর্শনাচার্য কপিল, বৈশেষিক দর্শনাচার্য কণাদ ( যিনি পরমাণুকেই সৃষ্টির কারণ বলেছিলেন ) , শল্যচিকিৎসক সাবিদ্যায় পারঙ্গম শুশ্রুত, রাজা কণিস্কের রাজবৈদ্য আয়ূর্বেদাচার্য চরক,গণিতজ্ঞ জ্যোতির্বিদ ভাস্করাচার্য এবং বিখ্যাত পণ্ডিত জ্যোতিষাচার্য বরাহমিহির — প্রমুখদের আমরা প্রতিদিন স্মরণ করি ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
গামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা ।
পুঞ্চামি চৌষধীঃ সর্বাঃ সোমো ভূত্বা রসাত্মকঃ ।। (১৩)
আমি ঐশ্বরিক শক্তিদ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর সমস্ত ভূতকে ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে সকল ওষধি অর্থাৎ বনস্পতিকে পুষ্ট করি । (১৩)
বুধ ঊষার হার্দিক শুভেচ্ছা
আজ বুধবার…..
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
১৬ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
২৯ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.১০ মিনিট।
সূর্য্যাস্ত ৬.০০ মিনিট ।
সকাল ১১.১৫ পর্যন্ত ষষ্ঠী তিথি পরে সপ্তমী তিথি ।
পুনর্ব্বসুনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
অসমের ঁগোপালদেব আতার তিরোভাব তিথি ।
আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?