আত্মাশুদ্ধি

হরি ওঁ

সাধক স্বপন দত্ত বাউল

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” মনকে দেহ থেকে আলাদা ক’রে দেখতে শেখো, ভাবো — মন দেহ থেকে পৃথক । …. যোগ এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে । “……..(১/১৯০ )
স্বামী বিবেকানন্দ

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

দেব্দ্বিজগুরুপ্রাজ্ঞপূজনং শৌচমার্জবম্ ।
ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে ।। (১৪ )

দেবতা, ব্রাহ্মণ, গুরু, এবং জ্ঞানী ব্যক্তিদের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা— এইগুলিকে শারীরিক তপস্যা বলা হয় । (১৪ )

শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা

আজ শুক্রবার…………….

      জ্যৈষ্ঠ মাস  ( ত্রিবিক্রম ) 

৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
২৯ জ্যৈষ্ঠ , ১৪২৭ বঙ্গাব্দ ।
১২ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.১৯ মিনিট ।
সপ্তমী তিথি ।
শতভিষানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

অখণ্ড মহাযোগী গোপীনাথ কবিরাজের তিরোভাব দিবস ।

অসম—জগন্নাথ দেব মহন্ত বূঢ়াভকত এর তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও শান্তময় হোক ।

সচেতনতায় সুস্থ জীবন।?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button