হরি ওঁ
।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল
সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।
বিবেকানন্দের বাণী
----------------------------
” একত্বের আবিস্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয় ; এবং যখনই বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হয়, তখন উহার অগ্রগতি থামিয়া যাইবেই, কারণ ঐ বিজ্ঞান তাহার লক্ষ্যে উপনীত হইয়াছে । “……(১/২২) স্বামী বিবেকানন্দ ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- সপ্তদশ অধ্যায়
শ্রদ্ধাত্রয়বিভাগযোগ
শ্রীভগবান উবাচ
সৎকারমানপূজানার্থং তপো দম্ভেন চৈব যৎ ।
ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলমধ্রুবম্ ।। (১৮)
সৎকার, মান ও পূজা পাবার আশায় তপস্যা করা হয়, ইহলোকে যা কদাচিৎ ফলপ্রসু হয়—- সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে । (১৮)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
আষাঢ় মাস ( বামন )
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ ।
১৬ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২১ মিনিট ।
সকাল ৫.৩২ পর্যন্ত দশমী পরে একাদশী তিথি ।
অশ্বিনীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।
মহাকবি কালিদাসের স্মৃতিদিবস ।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের তিরোধান দিবস ।
আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের তিরোধান দিবস ।
অসম…. সাহিত্যিক আনন্দীরাম ঢেকীয়াল ফুকন এর স্মৃতিদিবস ।
শিক্ষাবিদ মহত চন্দ্র হাজোবারীর স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।
সচেতনতায় সুস্থ জীবন।?