আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” হিন্দুরা এভাবে আত্নার স্বরূপ নির্দেশ করিতে চেষ্টা করিয়াছেন, যাহাতে কোন পার্থিব সংস্পর্শই ইহাকে কলুষিত করিতে না পারে । “…( ৩/১৮৯ ) স্বামী বিবেকানন্দ ।

                     

ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

দাতব্যমিতি যদ্দানং দীয়তেহনুপকারিণে ।
দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম্ ।। (২০ )

দান করা কর্তব্য— এইভাবে প্রত্যুপকারের আশা না করে পবিত্র স্থানে, যথা সময়ে ও যোগ্য পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে । (২০)

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

     আষাঢ় মাস ( বামন )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ ।
১৮ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২১ মিনিট ।
সকাল ৯.১২ পর্যন্ত দ্বাদশী পরে ত্রয়োদশী তিথি ।
সকাল ৮.৩৯ পর্যন্ত ভরণীনক্ষত্র পরে কৃত্তিকানক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

অসম…. নারায়ণ দেব গোস্বামীর তিরোভাব তিথি ।

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

সচেতনতায় সুস্থ জীবন।?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button