আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

ওঁ সচ্চিদানন্দরূপায় নমোহস্তু পরমাত্মনে ।
জ্যোতির্ময়স্বরূপায় বিশ্বমাঙ্গল্যমূর্তয়ে ।।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” হিন্দুদের প্রকৃত সর্বগ্রাসী আদর্শ ঈশ্বরপ্রেম কিরূপ——- সে প্রেম সত্যসত্যই সাধকের মন হইতে অপর সমুদয় চিন্তা দূর করিয়া তাহাকে ভূতে পাওয়ার মতো পাইয়া বসে । “….(৪/১৯৭)
স্বামী বিবেকানন্দ ।

                     ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- অষ্টাদশ  অধ্যায়

            মোক্ষসন্ন্যাসযোগ

             শ্রীভগবান   উবাচ

এতান্যপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ ।
কর্তব্যনীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম্ ।। (০৬)

অতএব, হে পার্থ ! যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম এবং অন্যান্য সকল কর্তব্য- কর্ম, আসক্তি ও ফল কামনা ত্যাগ করে অবশ্যই করা উচিৎ ; এই হল আমার নিশ্চিত ও উত্তম মত । (৬)

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

     আষাঢ় মাস ( বামন )  

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
১৭ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২ জুলাই ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৪.৫৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২৩ মিনিট ।
দ্বাদশী তিথি ।
অনুরাধানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

কবি রজনীকান্ত সেনের জন্মদিবস ।

অসম…. সাহিত্যিক ঁ ভোলানাথ দাসের স্মৃতিদিবস ।

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

Related Articles

Back to top button