হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস
————–স্বপন দত্ত বাউল——-
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
রসায়ন শাস্ত্রজ্ঞ রাজা নাগার্জুন, বিমানবিদ্যা বিষয়ে গ্রন্থপ্রণেতা ভরদ্বাজ, জ্যোতিষাচার্য ও গণিতজ্ঞ আর্যভট্ট, বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা উদ্ভিদের প্রাণবত্তার প্রতিষ্ঠাপক ও বেতারের আবিস্কারক বৈজ্ঞানিক জগদীশ্চন্দ্র বসু, পদার্থবিজ্যঞানী চন্দ্রশেখর বেঙ্কটরমণ, বিখ্যাত গণিতজ্ঞ রামানুজম্ প্রমুখকে আমরা প্রতিদিন স্মরণ করি ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ ।
প্রাণাপানসমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম্ ।।। (১৪)
আমিই উদরাগ্নিরূপে প্রাণিগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও আপান বায়ূর সঙ্গে সংযুক্ত হয়ে চর্ব্য, চোষ্য,লেহ্য ও পেয় —-এই চার প্রকার খাদ্য পরিপাক করি । (১৪)
লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা
আজ বৃহষ্পতিবার…………..
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
১৭ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
৩০ এপ্রিল, ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০৯ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০০ মিনিট ।
সকাল ১০ টা পর্যন্ত সপ্তমী পরে অষ্টমী তিথি ।
পূষ্যানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?