হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস
—স্বপন দত্ত বাউল—
আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস।
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।
ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ খ্রিস্টাব্দে।
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
বিশেষভাবে সমাদৃত আরও ভারতসন্তানেরা হলেন — শ্রীরামকৃষ্ণ পরমহংস, মহর্ষি দয়ানন্দ,বিশ্বকবি রবীন্দ্রনাথ, রাজা রামমোহন রায়, স্বস্মী রামতীর্থ, মহর্ষি অরবিন্দ, বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ — এঁরা হিন্দুসমাজকে নবচৈতন্য দান করেছেন,এজন্য তাঁরা সর্বদা স্মরণীয় ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো
মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ ।
বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্যো–
বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্ ।। (১৫)
আমি সকল প্রণীর হৃদয়ে অন্তর্যামীরূপে অবস্থান করি এবং আমা হতেই স্মৃতি,জ্ঞান ও অপোহন হয় । আমিই চার বেদের জ্ঞাতব্য বিষয়,বেদান্তের কর্তা এবং বেদার্থবেত্তা । (১৫)
শুক্রবারের প্রভাতি শুভেচ্ছা
আজ শুক্রবার…………….
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
১৮ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
১ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০৯ মিনিট,
সূর্য্যাস্ত ৬.০১ মিনিট ।
সকাল ৮.৩২ পর্যন্ত অষ্টমী পরে নবমী তিথি ।
অশ্লেষানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
বিশ্ব শ্রম দিবস ।
বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকীর আত্মবলিদান দিবস ।
অসমের হেমকোষ অভিধান প্রণেতা হেমচন্দ্র বড়ুয়ার স্মৃতিদিবস ।
ত্রিপুরার শ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরির ( বালক বাবা) মহানির্বাণ তিথি ।
আজকের দিন শুভ ও শান্তময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?