হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস
—-স্বপন দত্ত বাউল—–
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
দাদাভাই নৌরজী,উৎকলমণি গোপবন্ধু দাস, মহাত্মা গান্ধী, মহর্ষি রমণ,পণ্ডিত মদনমোহন মালব্য ও কবি সুব্রহ্মণ্য ভারতী —— এঁরাও প্রতিদিনের জন্য স্মরণীয় ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
. পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
দ্বাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এব চ ।
ক্ষরঃ সর্বাণি ভূতানি কূটস্থোহক্ষর উচ্যতে ।। (১৬)
এই জগতে অবিনাশী ও বিনাশী — এই দুই প্রকারের পুরুষ আছেন । এঁদের মধ্যে সর্বভূতের শরীর বিনাশী এবং জীবাত্মা অবিনাশী । (১৬)
শনি প্রভাতের প্রাত্যহিক শুভেচ্ছা
আজ শনিবার………..
৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
১৯ বৈশাখ, ১৪২৭বঙ্গাব্দ।
২ মে ২০২০ খ্রীষ্টাব্দ।
সূূর্য্যোদয় ৫.০৮ মিনিট।
সূর্য্যাস্ত ৬.০১ মিনিট ।
সকাল ৬.৪৩ পর্যন্ত নবমী পরে দশমী তিথি ।
মঘানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রীজাহ্নবী গোস্বামিনীর আবির্ভাব ।
শ্রীশ্রীপ্রভু জগবন্ধুসুন্দরের জন্মোৎসব ।
বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবস ।
আজকের দিন শুভ ও প্রশান্তময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।