হরি ওঁ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। জয় রাধাগোবিন্দ জয় জয় জয় জয় রাধে ।। শ্রী রাধাগোবিন্দ জয় জয় জয় রাধে ।। রাধা গোবিন্দর চরণের দাস —–স্বপন দত্ত বাউল—–
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
সঙ্ঘশক্তি উদগাতা পূজনীয় ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ার,পূজনীয় ‘গুরুজী’ মাধব সদাশিব গোলওয়ালকর এই সব মহাপুরুষেরা হিন্দুসমাজকে নবচৈতন্য দান করেছেন, এজন্য তাঁরা সর্বদা স্মরণীয় ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
যস্মাৎ ক্ষরমতীতোহহমক্ষরাদপি চোত্তমঃ ।
অতোহস্মি লোকে বেদে চ প্রত্থিতঃ পুরুষোত্তমঃ ।। (১৮)
যেহেতু আমি বিনাশী জড়– ক্ষেত্রের অতীত এবং অবিনাশী জীবাত্মা হতেও উত্তম সেইজন্য জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত । (১৮)
সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা
আজ সোমবার……..
৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
২১ বৈশাখ, ১৪২৭বঙ্গাব্দ ।
৪ মে , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.০৭ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.০২ মিনিট ।
দ্বাদশী তিথি ।
উত্তরফাল্গুনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ
স্বামী জগদীশ্বরানন্দের শুভ আবির্ভাব তিথি ।
অসমের লোকশিল্পী ঁ করুণানাথের স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।
বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন।?