হরি ওঁ
স্বপন দত্ত
করাগ্রে বসতে লক্ষ্মী,
করমধ্যে সরস্বতী,
করমূলে তু গোবিন্দ,
প্রভাতে কর দর্শনম্ ।
কাকতীয় রাজা প্রতাপরুদ্রের সেনাপতি পৌলয় ও তার ভাইপো কপ্পায় নায়ক ( নায়কৌ তৌ) যুদ্ধ করেন ও বীর বলে পরিগণিত হন । রাণা প্রতাপসিংহ,ছত্রপতি শিবাজী, পাঞ্জাবের রণজিৎ সিং প্রভৃতি বীরগণ তাঁদের পরাক্রমের জন্য বিখ্যাত ।
ওঁ
শ্রীপরমাত্মনে নমঃ
শ্রীগীতা----- পঞ্চদশ অধ্যায়
পুরুষোত্তমযোগ
শ্রীভগবান উবাচ
যদাদিত্যগতং তেজো জগদ্ভাসয়তেহখিলম্ ।
যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম্ ।। (১২)
সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে প্রকাশিত করে এবং যা চন্দ্রে এবং অগ্নিতে বিদ্যমান — সেই জ্যোতি আমারই বলে জানবে । (১২)
মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা
আজ মঙ্গলবার……..
.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৩ বুদ্ধাব্দ ।
১৫ বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ ।
২৮ এপ্রিল , ২০২০ খ্রীষ্টাব্দ।
সূর্য্যোদয় ৫.১১ মিনিট।
সূর্য্যাস্ত ৫.৫৯ মিনিট ।
সকাল ১১.৪১ পঞ্চমী পরে ষষ্টী তিথি ।
আর্দ্রানক্ষত্র ।
শুক্ল পক্ষ ।
শ্রীশ্রীরামানুজ স্বামীর শুভ আবির্ভাব তিথি ।
জগদগুরু শ্রীশ্রী ঁ শঙ্করাচার্য্যদেবের জন্মতিথি।
অসমের সঙ্গীতজ্ঞ ঁ রাধানাথ গোস্বামী ও প্রবীণ নাট্যশিল্পী নটগুরু যোগেশ্বর দেব শর্মার স্মৃতিদিবস ।
আজকের দিন শুভ ও সুন্দরময় হোক ।
Stay at home. Pls.?