আত্মাশুদ্ধি

হরি ওঁ

।। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। জয় রাধা গো বৃন্দ জয় জয় জয় জয় রাধে । শ্রীরাধাগোবিন্দ জয় জয় জয় জয়রাধে ।। রাধা গোবিন্দের চরণে শত কোটি প্রনাম সাধক স্বপন দত্ত বাউল

সমুদ্র বসনে দেবী,
পর্বত স্তন মণ্ডলে ।
বিষ্ণুপত্নী নমস্তুভ্যাং,
পাদস্পর্শং ক্ষমস্যমে ।

          বিবেকানন্দের বাণী 
         ----------------------------

” মনের উপর এই ক্ষমতালাভের জন্য শরীর ও মনকে বশীভূত করিবার জন্য আমাদের কতকগুলি বহিরঙ্গ সাধনের — দৈহিক সাধনের প্রয়োজন । এইরূপে মনকে আমাদের আয়ত্তে আনিতে পারিব । “(১/২১৮)স্বামী বিবেকানন্দ ।

                    

 
ওঁ

         শ্রীপরমাত্মনে নমঃ 

   শ্রীগীতা----- সপ্তদশ  অধ্যায়

            শ্রদ্ধাত্রয়বিভাগযোগ

             শ্রীভগবান   উবাচ

শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তং ত্রিবিধ নরৈঃ ।
অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে ।। ৷ (১৭)

ফলাকাঙ্ক্ষাধূন্য ব্যক্তিগণের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা সাধিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলে । (১৭)

সোম প্রভাতের শুভ্র শুভেচ্ছা

আজ সোমবার……..

       জ্যৈষ্ঠ মাস  ( ত্রিবিক্রম ) 

৫১২২ কলিযুগাব্দ
২০৭৭ বিক্রম সংবৎ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৩২ জ্যৈষ্ঠ , ১৪২৭বঙ্গাব্দ ।
১৫ জুন, ২০২০ খ্রীষ্টাব্দ ।
সূর্য্যোদয় ৪.৫৫ মিনিট ।
সূর্য্যাস্ত ৬.২০ মিনিট ।
দশমী তিথি ।
রেবতীনক্ষত্র ।
কৃষ্ণ পক্ষ ।

অসম……শহীদ কুশল কোঁওরের স্মৃতিদিবস ।

ত্রিপুরা….. মনিলাল ভৌমিকের প্রয়াণ দিবস ।

আজকের দিন শুভ ও মঙ্গলময় হোক ।

সচেতনতায় সুস্থ জীবন।?

Related Articles

Back to top button