জাতীয়

ঘরে বসেই একাধিক সংগঠনের ত্রাণ তহবিযে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন পূরবী ঘোষ

চিত্রদীপ ভট্টাচার্য্য, জামশেদপুর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এরই মধ্যে দেশের সব ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া একসঙ্গে দুই জনের চলাচল সীমিত করা হয়েছে। ফলে কার্যত পুরোদেশ এখন লকডাউনের ভেতর দিয়ে যাচ্ছে।  এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত। তাই দুঃস্থ ও গরীব মানুষ ও বিভিন্ন সমাজসেবী সংঘটনের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সমাজসেবীকা পূরবী ঘোষ। জামশেদপুরের লায়ন্স ক্লাব, বঙ্গবন্ধু সহ ৫২টি সংগঠনের সাথে তিনি যুক্ত। এই দুর্যোগের সময়ে তিনি প্রধানমন্ত্রীর কথা মেনে রেখেই ঘরে বসে বহু সংগঠনের ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি জামশেদপুরের কদমা অঞ্চলের এক মধ্যবিত্ত অসহায় বৃদ্ধ দম্পতির উদ্যেশ্য তিনি দুই মাসের রেশন তাদের হাতে তুলে দিয়েছেন। তিনি জানান অবসর এর পর পেনশনের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে  দাঁড়ানো নিজের কর্তব্য বলে মনে করেন। সকলে মিলে ঘরে বসে একসঙ্গে এই লড়াই লড়লে নিশ্চয়ই জয় আসবে। ঘরে থাকুন সুস্থ থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button